Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ইউনিয়নের পটভূমি
 

১।       (ক) ইউনিয়নের নামঃ ৫ নং বিদ্যানন্দ ইউনিয়ন।

 

(খ) স্থাপিত সালঃ ১৯২৯ খ্রীঃ। 

 

(গ) মোট আয়তনঃ ১৮.২৯ বর্গ কিলোমিটার।

 

(ঘ) পরিষদের সম্পত্তির বিবরণঃ

ক্রমিক নং

খং নং

দাগ নং

জে, এল, নং

কোন সূত্রে প্রাপ্ত

জমির পরিমাণ

জমা

মন্তব্য

২২৮

৭৬৪

৭৬

দানপত্র দলিল মুলে

০.৪০একর

১/২৫

 

 

 

(ঙ) পরিষদের ঘরের বিবরণঃ  পাকা বিল্ডিং।

 

(চ) কক্ষের সংখ্যাঃ ৩টি।

 

(ছ) নির্মাণ/মেরামতঃ নির্মাণ।

 

 

 

 (ঝ) পরিচিতিঃ বাংলাদেশের মঙ্গা-পীড়িত সর্ব পশ্চিমে জেলা কুড়িগ্রাম। বিদ্যানন্দ ইউনিয়ন কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় অবস্থিত।   

 

 (ঞ) অবস্থানঃ রাজারহাট উপজেলা হইতে পশ্চিমে-দক্ষিণে ৭ কিলোমিটার এবং কুড়িগ্রাম সদর হইতে দক্ষিণ-পশ্চিমে ১৩ কিলোমিটার। দক্ষিণে পান্ডুল ইউনিয়ন, উত্তরে বেলগাছা ও চাকির পাশার ইউনিয়ন, পূর্বে দূর্গাপুর ইউনিয়ন ও গোড়াই এবং পশ্চিমে নাজিম খাঁন ইউনিয়ন।

 

 (ট) ভৌগলিক পরিচিতিঃ জেলা সদর থেকে দক্ষিণ-পশ্চিম কোণে বিদ্যানন্দ ইউনিয়ন পরিষদ অবস্থিত। এখানে কোন নদী নাই। অধিকাংশ এলাকা প্রায় সমতল। পূর্ব ও উত্তর দিকে এই ইউনিয়নের একমাত্র নিম্নাঞ্চল। বন্যার সময় এই এলাকা প্লাবিত হয়। ধান, গম, পাট, সরিষা, আলু, পটল ইত্যাদি এখানকার প্রধান ফসল। এখানকার অধিকাংশ লোকই কৃষিজীবী। কিছু লোক চাকুরীজীবী ও অন্যান্য পেশায় নিয়োজিত।