১। (ক) ইউনিয়নের নামঃ ৫ নং বিদ্যানন্দ ইউনিয়ন।
(খ) স্থাপিত সালঃ ১৯২৯ খ্রীঃ।
(গ) মোট আয়তনঃ ১৮.২৯ বর্গ কিলোমিটার।
(ঘ) পরিষদের সম্পত্তির বিবরণঃ
ক্রমিক নং |
খং নং |
দাগ নং |
জে, এল, নং |
কোন সূত্রে প্রাপ্ত |
জমির পরিমাণ |
জমা |
মন্তব্য |
১ |
২২৮ |
৭৬৪ |
৭৬ |
দানপত্র দলিল মুলে |
০.৪০একর |
১/২৫ |
|
(ঙ) পরিষদের ঘরের বিবরণঃ পাকা বিল্ডিং।
(চ) কক্ষের সংখ্যাঃ ৩টি।
(ছ) নির্মাণ/মেরামতঃ নির্মাণ।
(ঝ) পরিচিতিঃ বাংলাদেশের মঙ্গা-পীড়িত সর্ব পশ্চিমে জেলা কুড়িগ্রাম। বিদ্যানন্দ ইউনিয়ন কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় অবস্থিত।
(ঞ) অবস্থানঃ রাজারহাট উপজেলা হইতে পশ্চিমে-দক্ষিণে ৭ কিলোমিটার এবং কুড়িগ্রাম সদর হইতে দক্ষিণ-পশ্চিমে ১৩ কিলোমিটার। দক্ষিণে পান্ডুল ইউনিয়ন, উত্তরে বেলগাছা ও চাকির পাশার ইউনিয়ন, পূর্বে দূর্গাপুর ইউনিয়ন ও গোড়াই এবং পশ্চিমে নাজিম খাঁন ইউনিয়ন।
(ট) ভৌগলিক পরিচিতিঃ জেলা সদর থেকে দক্ষিণ-পশ্চিম কোণে বিদ্যানন্দ ইউনিয়ন পরিষদ অবস্থিত। এখানে কোন নদী নাই। অধিকাংশ এলাকা প্রায় সমতল। পূর্ব ও উত্তর দিকে এই ইউনিয়নের একমাত্র নিম্নাঞ্চল। বন্যার সময় এই এলাকা প্লাবিত হয়। ধান, গম, পাট, সরিষা, আলু, পটল ইত্যাদি এখানকার প্রধান ফসল। এখানকার অধিকাংশ লোকই কৃষিজীবী। কিছু লোক চাকুরীজীবী ও অন্যান্য পেশায় নিয়োজিত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস