৫নং বিদ্যানন্দ ইউনিয়ন পরিষদের এক তৃতীয় অংশ নদী গর্ভে বিলিন হয়ে গেছে। নদীটি দেখতে খুবই সুন্দর কিন্তু দুঃখের শেষ নেই। বর্ষা এলে নদীর পারের লোকজনের আহাজারিতে আকাশ বাতাশ যেন ভারী হয়ে যায়। কে কোথায় যাবে কে কি খাবে তার অন্ত নিলা নাই। শেষ পর্যন্ত কারও জায়গা হয় ঢাকা শহরে। কাহারো হয় রান্তার ধারে। কাহারো জায়গা অত্র ইউনিয়নে হয় না। কর্তৃপক্ষ দৃষ্টি না দিলে আগামী ১০ বছরে বিদ্যানন্দ বলতে কিছুই থাকবে না। সবই নদীতে পরিনত হবে। পুরাতন লোকদের মাধ্যমে জানা যায় বিদ্যানন্দ ইউনিয়নটি একসময় ০১ নং ছিল। বিন্তু কালের পরিক্রমায় এখন ০৫ নং এ দারিয়েছে।